Home » » হাতীবান্ধায় বজ্রপাতে দু’জনের মৃত্যু!

হাতীবান্ধায় বজ্রপাতে দু’জনের মৃত্যু!

চিলাহাটি ওয়েব ডটকম : 02 July, 2020 | 4:23:00 PM

আবির হোসেন সজল,লালমনিরহাট প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেজগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- ওই এলাকার রমজান আলীর ছেলে মন্টু মিয়া (৪০) ও একই গ্রামের আব্দুল হামিদের ছেলে আতিয়ার রহমান আতি (৩৮)।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাড়ির পাশে কালীবাড়ি বিলে মাছ ধরতে যান মন্টু ও আতিয়ার। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। অ
ন্যদিকে সকাল সাড়ে ৯টার দিকে জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ইসলামপুর গ্রামের স্যাকোয়া নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দু’জনের মৃত্য হয়। আহত হয় আরও দু’জন। এ নিয়ে বজ্রপাতে লালমনিরহাটে চার জনের মৃত্যু হলো।