Home » » বদরগঞ্জে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ

বদরগঞ্জে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 02 June, 2020 | 11:57:00 PM

আকাশ রহমান, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : গ্রামীণ ব্যাংক রংপুরের মিঠাপুকুর এরিয়ার উদ্যোগে বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর শাখায় চলমান করোনা পরিস্থিতিতে অসহায় হতদরিদ্র সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের পুনর্বাসনের জন্য নগদ অর্থসহ তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। গতকাল বুধবার দুপুরে উপজেলার নাগেরহাট বন্দরের কুতুবপুর গ্রামীণ ব্যাংক শাখায় ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক মিঠাপুকুর এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ ফয়জল হক। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুতুবপুর শাখা ব্যবস্থাপক মির মোঃ মিরাউজ্জামান, সেকেন্ট অফিসার সাইফুল ইসলাম, মিঠাপুকুর শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, সাংবাদিক আকাশ রহমান, শ্যামল লোহানী প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চলতি করোনা পরিস্থিতিতে মিঠাপুকুর এরিয়াতে দ্বিতীয় দফায় ২৩৫জন হতদরিদ্র সংগ্রামী সদস্যের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।