Home » » নাতি জামাইয়ের লাঠির আঘাতে দাদা শ্বশুর নিহত : আটক ৩

নাতি জামাইয়ের লাঠির আঘাতে দাদা শ্বশুর নিহত : আটক ৩

চিলাহাটি ওয়েব ডটকম : 01 June, 2020 | 9:43:00 PM

ছাদেকুর ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : গাইবান্ধার ফুলছড়িতে পারিবারিক কলহের জের ধরে নাতি জামাইয়ের লাঠির আঘাতে দাদা শ্বশুর নিহত। নিহত হলেন উপজেলার উদাখালী ইউনিয়নের উত্তর বুড়াইল গ্রামে খোরশেদ আলম ওরফে খোকা মিয়া (৬৫) । 
এ ঘটনায় তিন জনকে আটক করেছে থানা পুলিশ। স্থানীয়রা জানায়, উপজেলার উত্তর বুড়াইল গ্রামের খোরশেদ আলম খোকা মিয়ার পরিবারের সাথে দীর্ঘ থেকে নজরুল ইসলামের পরিবারের দ্বন্দ চলে আসছিল। পূর্ব শত্রুতার জের ধরে গত শনিবার খোকা মিয়ার পরিবারের ব্যবহৃত টিউবওয়েলের পাইপ লাইন কেটে দেয় নজরুল ইসলাম ও তার লোকজন। এনিয়ে বিরোধে গতকাল রবিবার সন্ধ্যায় উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে নজরুল ইসলাম ও তার লোকজন খোকা মিয়ার পরিবারের উপর হামলা করে। এসময় নাতি জামাই অহিদুল ইসলামের লাঠির আঘাতে খোকা মিয়া গুরুতর আহত হয়।
 ঘটনার পর রাতেই স্থানীয়রা খোকা মিয়াকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় রেবা বেগম (৩৫), মলো বেগম (২৬) সহ অন্তত ৫জন আহত হয়েছেন। 
এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে ফুলছড়ি থানায় মামলা দায়ের করা হলে থানা পুলিশ তিনজনকে আটক করে।আটককৃতরা হলেন জয়নাল আবেদীন(২৪), অহিদুল ইসলাম(৩০) ও আকালু শেখ(২৬)।ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সোমবার সকালে থানায় মামলা দায়েরের পর তিনজন আসামীকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।