Home » » ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যকর্মী দম্পতিসহ ১১ করোনা রোগী শনাক্ত

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যকর্মী দম্পতিসহ ১১ করোনা রোগী শনাক্ত

চিলাহাটি ওয়েব ডটকম : 02 June, 2020 | 11:50:00 PM

আজম রেহমান,ঠাকুরগাঁও ব্যুরো, চিলাহাটি ওয়েব : কুরগাঁওয়ে ২৪ ঘন্টায় এক স্বাস্থ্যকর্মী দম্পতিসহ জেলায় ১১ জন করোনা সনাক্ত । 
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২২,মৃত-১, ২৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ।এম আব্দুর রহিম মেডিকেল কলেজ,দিনাজপুর হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী আক্রান্ত ১১ জনের মধ্যে সদর উপজেলায় ৭ জন, বালিয়াডাঙ্গীতে ৩ জন এবং হরিপুর উপজেলায় ১ জন । 
এর মধ্যে সদরে স্বাস্থ্যকর্মী স্মামী স্ত্রী আক্রান্ত হয়েছেন । এ পর্যন্ত বালিয়াডাঙ্গী উপজেলায় ৩৪ , সদর উপজেলায় ৩১ , হরিপুর উপজেলায় ২৪ , পীরগঞ্জে ২১ ও রাণীশংকৈলে ১২জন শনাক্ত হয়েছেন। মঙ্গলবার সকালে এসএটিভি কে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার।