Home » » ডিমলায় জমজ আম দেখতে মানুষের ভির

ডিমলায় জমজ আম দেখতে মানুষের ভির

চিলাহাটি ওয়েব ডটকম : 15 June, 2020 | 10:19:00 PM

মাজহারুল ইসলাম লিটন,ডিমলা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : নীলফামারীর ডিমলায় জমজ আম দেখতে মানুষের ভির। 
সোমবার সকালে উপজেলা সদরের টিএন্ডটি পাড়ার আব্দুল হামিদের ছেলে সাংবাদিক আবু হোসেন বলেন, বাড়ীর আম গাছ হতে প্রবল বৃষ্টির কারনে একটি জমজ আম ঝড়ে পড়লে নিমিষেই জমজ আমের খবর ছড়িয়ে পড়ায় জমজ আমটি দেখতে মানুষের ভির জমে। 
উৎসক মানুষেরা কেউ ইতিপূর্বে জমজ আম দেখেননি বলে জানান। ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী বলেন, ইতিপূর্বে অন্যান্য ফল কিংবা সবজির জমজ হওয়ার বিষয়টি নিশ্চিত হলেও জমজ আমের বিষয়টি এই প্রথম জানলাম। 
তবে এটি জিনগত কারনে হতে পারে বলে তিনি জানান। আমটি ওই বাড়ীতে সংরক্ষন করে রাখা হয়েছে।