Home » » চিলাহাটি সরকারী কলেজ এর উদ্দ্যেগে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

চিলাহাটি সরকারী কলেজ এর উদ্দ্যেগে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 11 June, 2020 | 10:55:00 PM

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : সারাবিশ্বের মতো বাংলাদেশেও নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এর ফলে মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি পণ্যের চাহিদা এবং দাম কয়েকগুণ বেড়েছে। এমন পরিস্থিতিতে নীলফামারী জেলার চিলাহাটি সরকারী কলেজ এর উদ্যোগে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল সকালে চিলাহাটি সরকারী কলেজ চত্তরে ২০০ জন শিক্ষার্থদের মাঝে এসব বিতরণ করা হয়। এর পর চিলাহাটি এলাকায় ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে ৩০০ হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ নজরুল ইসলাম,ল্যাব ইনচার্জ তারেক আহসান বাবলু,অফিস সহকারী হাফিজুর রহমান,বাংলাদেশ ছাত্রলীগ চিলাহাটি সরকারি কলেজ শাখার যুগ্ন আহবায়ক আরমান হোসেন মুন। চিলাহাটি সরকারী কলেজ এর অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, ‘করোনার সংক্রমণ থেকে রক্ষার প্রধান উপায় হচ্ছে সচেতনতা। আর সমাজের নিম্ন শ্রেণির কিংবা আর্থিকভাবে অসচ্ছল লোকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা আমাদের সবার দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে আমাদের সকলের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসা উচিত। সেকারণেই আমাদের এই উদ্যোগ। এই উদ্যোগ অব্যাহত থাকবে।’