সাহাজুল ইসলাম,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : নওগাঁ জেলা রোভার স্কাউটস এর মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত।
করোনা পরিস্থিতিতে জুম এপসের মাধ্য অনুষ্ঠিত হলো বাংলাদেশ স্কাউটস, নওগাঁ জেলা রোভার এর মাল্টিপারপাস ওয়ার্কশপ।
নওগাঁ জেলা রোভার এর সভাপতি ও জেলা প্রশাসক হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনলাইন ওয়ার্কশপে যুক্ত ছিলেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (এডাল্ট রিসোর্সস) ফেরদৌস আহমেদ, রোভার অঞ্চলের সহ-সভাপতি,প্রফেসর সন্তোষ কুমার চৌধুরী, যুগ্ম-সম্পাদক কে.এম.এ.এম সোহেল, ডি.আর.সি এএইচএমএ সালেক, নওগাঁ জেলা রোভারের সহ-সভাপতি,প্রফেসর শরিফুল ইসলাম খান, কমিশনার মোফাখ্খার হোসেন খান, যুগ্ন-সম্পাদক, ডি,আর,এস,এল,এবং জেলা সম্পাদক সহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও প্রতি ইউনিটের সিনিয়র রোভারমেট গন। ওয়ার্কসপে ২০২০-২১ সালের জেলার স্কাউটিং এর গৃহীত কার্যক্রম নিয়ে আলোচনা হয়।