Home » » ঠাকুরগাঁওয়ে কর্মহীনদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ

ঠাকুরগাঁওয়ে কর্মহীনদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ

চিলাহাটি ওয়েব ডটকম : 04 June, 2020 | 5:35:00 PM

আজম রেহমান,ঠাকুরগাঁও ব্যুরো,চিলাহাটি ওয়েব : ঠাকুরগাঁওয়ে ২২২ পদাতিক ব্রিগেডের অধিনস্থ ৪ ইস্ট বেংগল দি বেবী টাইগার্স অধিনায়ক লে কর্নেল বখতিয়ারের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী গ্রামের করোনা পীড়িত আর্ত দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। আজ বৃহষ্পতিবার সকালে সদর উপজেলার বলাকা উদ্যানসহ কয়েকটি স্পটে প্রায় ১ শ দরিদ্র দিনমজুর প্রতিবন্ধী ও বয়ষ্কদের মাঝে চাল, ডাল, আটা, লবণ, তেল, সুজি, বিস্কুটসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ঠাকুরগাঁও ইউনিটের ক্যাপ্টেন কাওছার , ল্যাফটেনেন্ট আসিফসহ সেনা সদস্যরা। তারা জানান এপর্যন্ত ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার এতিম,মুক্তিযোদ্ধা,আদিবাসীসহ প্রায় সহস্রাধিক পরিবারের মাঝে ত্রাণ সহায়তা ছাড়াও , হ্যান্ড স্যানিটাইজার,মাক্স,নগদ টাকা বিরতণ করা হয়েছে।