অজয় কুমার বাঁশফোড়,বিশেষ প্রতিনিধি ,চিলাহাটি ওয়েব : এখন আর শিক্ষাক্ষেত্রে পিছিয়ে নেই হরিজন-দলিত ও আদিবাসী সম্প্রদায় জনগোষ্টির সন্তানেরা। তারাও এখন লেখাপড়া শিখে শিক্ষিত হয়ে আদর্শ মানুষ হয়ে বেঁচে থাকতে চায়।
চলতি সালের সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় পার্বতীপুর উপজেলার ২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১১ জন শিক্ষার্থী পাশ করেছে। এদের মধ্যে হরিজন থেকে মেয়ে ৫ জন, দলিত থেকে ১ মেয়ে ১ ছেলে ও আদিবাসী পরিবার ৩ মেয়ে ১ ছেলে এসএসসি পাশ করেছে। এদের মধ্যে হলদিবাড়ি মাধ্যমিক বিদ্যা নিকেতন থেকে রোজলিন শিল্পী কিস্কু জিপিএ-৫ পেয়েছে।
পার্বতীপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে লিলি বাঁশফোড় জিপিএ-৪.৮২, সুমি বাশঁফোড় জিপিএ- ৪.৫৭, আশা বাঁশফোড় জিপিএ- ৪.৭৫, রাখি বাঁশফোড় জিপিএ-৪.৫৭, বৃষ্টি বাঁশফোড় জিপিএ- ৪.৫৪, রত্না হাসদা জিপিএ-৪.৫৪, মামনি হাসদা জিপিএ-৪.৫৬ ও জীবন ঋৃষি জিপিএ- ৪.৫৭ পেয়েছে। হলদিবাড়ি মাধ্যমিক বিদ্যা নিকেতন থেকে চম্পা ঋৃষি জিপিএ-৪.১১, সুনিরাম হেমরম জিপিএ-৩.১৭ পেয়েছে।