Home » » বোদায় সেনাবাহিনীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

বোদায় সেনাবাহিনীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 11 June, 2020 | 10:52:00 PM

আমীর খসরু লাভলু,পঞ্চগড় ব্যুরো,চিলাহাটি ওয়েব : বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের, ২২২ পদাতিক ব্রিগেডের, ২৯ বীর ব্যাটালিয়ন এর উদ্যোগে আজ বৃহস্পতিবার পঞ্চগড় জেলার বোদা উপজেলার কমলাপুকুরী আশ্রয়ন প্রকল্পের দুঃস্থ পরিবার,কৃষি শ্রমিক ও করোনায় আক্রান্ত লকডাউনে থাকা পরিবারসহ ২ শত জন অসহায় দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। লেফটেন্যান্ট এস, এম, সাইফুর রহমান এর নেতৃত্বে সেনাসদস্যরা এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। বিতরণ কৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,সয়াবিন তেল,চিনি,লবন,সাবান ও আটা। লেফটেন্যান্ট এস, এম, সাইফুর রহমান জানান,করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের, ২২২ পদাতিক ব্রিগেডের, ২৯ বীর ব্যাটালিয়ন এর সদস্যরা পঞ্চগড় জেলার প্রতিটি উপজেলায় টহল পরিচালনা করছে। করোনা সংক্রমণ এরাতে সাধারন মানুষ যেন সব সময় মাস্ক পরিধান করে, সামাজিক দূরত্ব বজায় রাখে এবং নিরাপদে সচেতনতার সাথে জীবিকা নির্বাহ করতে পারে এই উদেশ্যে নিরলস ভাবে কাজ করছে। করোনা ভাইরাসের সংক্রমণ হ্রাসকরণে সামাজিক দূরত্ব কার্যকরণের লক্ষ্যে উদ্যমী উনত্রিশের সকল সদস্য জনগণের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।