Home » » ঘোড়াঘাটে করোনা উপসর্গ নিয়ে শিক্ষকের মৃত্যু

ঘোড়াঘাটে করোনা উপসর্গ নিয়ে শিক্ষকের মৃত্যু

চিলাহাটি ওয়েব ডটকম : 14 June, 2020 | 9:03:00 PM

মনোরঞ্জন মোহন্ত,ঘোড়াঘাট প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের ঘোড়াঘাটে প্রথম বারের মত করোনার উপসর্গ নিয়ে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে ।
আজ রবিবার (১৪ই জুন) সকালে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত ব্যক্তি হলেন, উপজেলার বুলাকিপুর ইউপি’র বিন্যাগাড়ী গ্রামের মৃত হেলাল উদ্দীনের ছেলে মোস্তাফিজার রহমান (৭২)। তিনি ঘোড়াঘাট পৌরসভার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর নেওয়াজ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল (শনিবার) করোনার উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়। ফলাফল এখন আসেনি। তবে করোনা ভাইরাসের উপসর্গ থাকায় সব ধরণের সর্তকতা অবলম্বন করে মৃত্যু ব্যক্তির দাফন কাজ সম্পন্ন করা হবে।
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম বলেন, পারিবারিক কবরস্থানে মৃত্যু ব্যক্তির দাফন সম্পন্ন করা হবে। করোনা ভাইরাসের উপসর্গ থাকায় দিনাজপুরের কোয়ান্টাম ফাউন্ডেশন মৃত্যু স্কুল শিক্ষকের দাফন কাজ এবং ইসলামী ফাউন্ডেশনের ইমাম জানাজার নামাজ সম্পন্ন করেন।