Home » » ঘোড়াঘাটে মানবেতর জীবন যাপন করছে শিক্ষক

ঘোড়াঘাটে মানবেতর জীবন যাপন করছে শিক্ষক

চিলাহাটি ওয়েব ডটকম : 22 June, 2020 | 9:00:00 PM

মনোরঞ্জন মোহন্ত,ঘোড়াঘাট প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : কোভিড -১৯ (করোনাভাইরাস) মহামারিতে মানবেতর জীবন যাপন করছে দিনাজপুরের ঘোড়াঘাটের হরিপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজী) শফিকুল ইসলাম।
২০১৪ সালের এপ্রিল মাসে ওই বিদ্যালয়ে যোগদান করেন তিনি।অদ্যাবধি এম পি ও ভুক্ত না হওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবন যাপন করছে।
করোনাভাইরাস আসার আগে প্রাইভেট (টিউশনি) পড়িয়ে সংসার চালাত। বর্তমানে করোনাভাইরাস মহামারিতে কোন প্রাইভেট (টিউশনি) না থাকায় ভাড়া বাসায় অতি কষ্টে জীবন যাপন করছে। শফিকুল ইসলাম বলেন, ৬ বছর বিনা বেতনে শিক্ষকতা করে আসছি, কোন বেতন না পেয়ে স্ত্রী ও মেয়ে নিয়ে খেয়ে না, খেয়ে জীবন কাটছে।