Home » » ঘোড়াঘাটে করোনায় কঠোর অবস্হানে আনসার বাহিনী

ঘোড়াঘাটে করোনায় কঠোর অবস্হানে আনসার বাহিনী

চিলাহাটি ওয়েব ডটকম : 14 June, 2020 | 2:45:00 PM

মনোরঞ্জন মোহন্ত,ঘোড়াঘাট প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের ঘোড়াঘাটে কোভিড-১৯ (করোনা ভাইরাস) প্রতিরোধে আনসার বাহিনী কঠোর অবস্হানে।
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের নির্দেশে আনসার কোম্পানি কমান্ডার মুক্তার হোসেনের নেতৃত্বে আনসার সদস্যরা করোনাভাইরাস শুরু থেকেই মাঠে কঠোর অবস্হানে রয়েছেন।
জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মাস্ক বিহীন জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ, ব্যাটারী চালিত অটোরিক্সা,সিএনজি তে অধিক যাত্রী বহন করা থেকে বিরত রাখা,সামাজিক দুরত্ব বজায় রাখা, স্বাস্থ্য বিধি মেনে চলা সহ প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করে আসছেন আনসার বাহিনী।