Home » » গাইবান্ধায় ঘাঘট নদীতে পড়ে শিশুর মৃত্যু

গাইবান্ধায় ঘাঘট নদীতে পড়ে শিশুর মৃত্যু

চিলাহাটি ওয়েব ডটকম : 23 June, 2020 | 5:02:00 PM

ছাদেকুর ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ঘাঘট নদীতে পড়ে পানিতে ডুবে হাসান মিয়া নামে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। হাসান পুরানলক্ষীপুর গ্রামের সুজন মিয়ার ছেলে।
 জানাযায়, ২৩ জুন মঙ্গলবার বিকেলে মা সহ ৭-৮ জন ছোট ছোট ছেলে মেয়েরা ঘাঘট নদীতে গোসল করতে যায়।গোসল করে বাড়ীতে আসার পর মা ছেলেকে অনেক খোঁজাখোঁজি করেও পরিবারের সদস্যরা তাকে পাচ্ছিলনা। পরে বাচ্চাদেরকে জিজ্ঞেস করলে বলে হাসান আমাদের সাথে গোসল করতে গেছলো। আর হামার সাথে আসে নাই। 
 তাক্ষনিক নদীতে খোঁজাখুঁজির পর শিশুটির লাশ দেখতে পায় প্রতিবেশীরা। পরে সেখান থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। কামারপাড়া ইউপি সদস্য শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।