Home » » ডিমলায় ভারতীয় ৯ টি গরুসহ গ্রেফতার ৭

ডিমলায় ভারতীয় ৯ টি গরুসহ গ্রেফতার ৭

চিলাহাটি ওয়েব ডটকম : 27 June, 2020 | 5:25:00 PM

মাজহারুল ইসলাম লিটন,ডিমলা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : নীলফামারীর ডিমলায় ভারতীয় চোরাই ৯টি গরুসহ ৭ জনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার সন্ধায় উপজেলার বালাপাড়া ইউনিয়ন থেকে ট্রাকে করে ৯টি ভারতীয় গরু নিয়ে যাওয়ার সময় গরুসহ ঢাকা মেট্রো-ড ১৪-৫৫৬০ নম্বরের ট্রাক চালক হেলপারসহ ৭ জনকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ।
এ সময় ট্রাকে থাকা চোরাকারবারী টিমের সদস্য উপজেলার পশ্চিমছাতনাই ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের রফিকুল ইসলাম(৩৫), তপন(২৭), মধ্যছাতনাই গ্রামের সাজু(৩৫),জালিয়াপাড়া গ্রামের গনেশ দাস(২৮), ডোমার উপজেলার গোমনাতি গ্রামের জীবন দেবনাথ(২৭) ও সিরাজগঞ্জের ট্রাক ড্রাইভার সাইদুল ইসলাম((৩৫) ও হেলপার সেলিম হোসেন(২৪) কে অবৈধভাবে ভারতীয় গরু পাচারের অপরাধে গ্রেফতার করা হয়।
ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে এসআই বাকিনুর ইসলাম বাদী হয়ে ১০জনকে নামীয় ও অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে ডিমলা থানায় মামলা নং-২১,তারিখঃ ২৭/০৬/২০২০ দায়ের করেন। শনিবার আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।