Home » » জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যু

জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যু

চিলাহাটি ওয়েব ডটকম : 21 June, 2020 | 8:54:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধ, চিলাহাটি ওয়েব : গাইবান্ধার ফুলছড়িতে গাছ থেকে পড়ে মাহাবুর রহমান (৪৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রবিবার (২১ জুন) দুপুরে জাম পাড়তে গিয়ে পিছলে পড়ে তার মৃত্যু হয়। মাহাবুর রহমান উপজেলার উদাখালী ইউনিয়নের সারিয়াকান্দি গ্রামের আলহাজ আব্দুস সোবহানের পুত্র।
 স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দুপুর ১টার দিকে মাহাবুর রহমান নিজ বাড়ির পার্শ্বে গাছ থেকে জাম পাড়ার জন্য গাছে উঠে।
হঠাৎ গাছ থেকে পিছলে নিচে টিউবওয়েলের পাকায় পড়ে। এসময় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নেয়ার পথে দুপুর পৌনে ২টার সময় মাহাবুর রহমানের মৃত্যু হয়। এদিকে সাদা-সিদে স্বভাবের লোক মাহাবুর রহমানের মৃত্যু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।