Home » » নীলফামারীতে উপজেলা চেয়ারম্যানসহ নতুন করে করোনা পজেটিভ ৮

নীলফামারীতে উপজেলা চেয়ারম্যানসহ নতুন করে করোনা পজেটিভ ৮

চিলাহাটি ওয়েব ডটকম : 20 June, 2020 | 6:40:00 PM

জুয়েল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলায় করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যায় নতুন করে আরও ৮ জন শনাক্ত হয়েছে। শুক্রবার রাত ৯টায় সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের নিকট হতে এ তথ্য পাওয়া গেছে।
৮ জন নতুন করোনা পজেটিভের মধ্যে জেলার সৈয়দপুর উপজেলায় ৩ জন রয়েছে। এদের মধ্যে উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌর মেয়রের ছোট ভাই রশিদুল সরকার ও বাঁশবাড়ি মহল্লার এক যুবক।
নীলফামারী পৌরসভার প্রগতিপাড়ার একজন, ডিমলা উপজেলা শহরের মেডিক্যাল মোড়ে একজন, খালিশাচাপানী ইউনিয়নের ডালিয়া খালিশা গ্রামের একজন, জলঢাকা উপজেলা শহরের মাথাভাঙ্গায় একজন ও কিশোরীগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের এক নারী।
 পূর্বের শনাক্ত সহ এ নিয়ে গোটা জেলায় সর্বমোট করোনা শনাক্ত হলো ২৮৭ জন। এর মধ্যে নীলফামারী সদরে ৮৯, জলঢাকা উপজেলায় ৫৩, ডিমলা উপজেলায় ৪৭, সৈয়দপুর উপজেলায় ৩৯, ডোমার উপজেলায় ৩৩ ও কিশোরীগঞ্জ উপজেলায় ২৬ জন। মৃত্যু বরন করে ৬ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৩৬ জন।