Home » » ঘোড়াঘাটে পরিত্যক্ত কুপে পড়ে গিয়ে হোটেল কর্মচারীর মৃত্যু

ঘোড়াঘাটে পরিত্যক্ত কুপে পড়ে গিয়ে হোটেল কর্মচারীর মৃত্যু

চিলাহাটি ওয়েব ডটকম : 18 June, 2020 | 6:15:00 PM

মনোরঞ্জন মোহন্ত,ঘোড়াঘাট প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : ঘোড়াঘাটে একটি পরিত্যক্ত কুপ (কুয়ায়) পড়ে গিয়ে মতিয়ার রহমান মতি (৩৫) নামে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে।
১৭জুন ( বুধবার) রাত ৯ টায় উপজেলার রানীগঞ্জ বাজারের রহমানিয়া হোটেলের পাশে এ ঘটনা ঘটে। জানাগেছে, রাতে বৃষ্টির মধ্যে রহমানিয়া হোটেল কর্মচারী মতিয়ার রহমান মতি অন্ধকারে হোটেলের পাশে আম কুড়াতে গিয়ে পরিত্যক্ত কুপ (কুয়ার) ঢাকনা ভেঙ্গে ভিতরে পড়ে যায়।
 তার চিৎকার শুনে হোটেলের অন্যান্য কর্মচারীরা পরিত্যক্ত কুপ (কুয়ায়) থেকে মতি কে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স নেওয়ার পর কর্মরত ডাঃ তাকে মৃত ঘোষণা করেন। ঘোড়াঘাট থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।উপজেলার সিংড়া ইউনিয়নের মগলিশপুর গ্রামের সামছুল ইসলামের পুত্র মতিয়ার রহমান মতি।