Home » » সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এর মৃত্যুতে রেলপথ মন্ত্রী'র শোক

সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এর মৃত্যুতে রেলপথ মন্ত্রী'র শোক

চিলাহাটি ওয়েব ডটকম : 15 June, 2020 | 3:32:00 PM

নজরুল ইসলাম,পঞ্চগড় প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সিড়লেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রী ,বাংলাদেশ আওয়ামীলীগ পঞ্চগড় জেলা শাখারা সভাপতি অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এম‌পি।
এক শোকবার্তায় রেলপথ মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ক‌রেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
রেলপথ মন্ত্রী বলেন, বদর উদ্দিন আহমেদ কামরান ছিলেন সিলেটের সাধারণ মানুষের দুর্দিনের কাণ্ডারী। সেখানকার রাজনীতি ও উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।