Home » » ঠাকুরগাঁওয়ে কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ঠাকুরগাঁওয়ে কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 06 May, 2020 | 11:36:00 PM

মাহমুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : করোনাভাইরাসের ফলে কর্মহীন হয়ে পড়া ঠাকুরগাঁওয়ের অসহায়,গরীব ও দুস্থ এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন। 
 বুধবার দুপুরে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের আয়োজনে শহরের স্টেডিয়াম মাঠ প্রাঙ্গনে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু সহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 
 এসময় উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও অতিরিক্তি জেলা প্রশাসক নূর কুতুবুল আলম,সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন,রাজশাহী আঞ্চলিক প্রধান ও শাখা প্রধান মঞ্জুরুল আহসান শাহ,জেলা ক্রীড়া সংস্থা ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফার রহমান মিঠু প্রমূখ।