বিশেষ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব :
পার্বতীপুরে রেলওয়ের আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের বৈদ্যুতিক সকেট চুরি করে নিয়ে যাওয়ার সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেফতার হলেন রেলওয়ের উর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলী বেতার/টেলিকম আব্দুল মালেক (৪৪)। তার পিতার নাম মৃত এন্তাজ আলী, বাড়ী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার ব্রক্ষ¥ কাপালিয়া গ্রামে।
মামলা সূত্রে জানা যায়, আজ বুধবার দুপুরে রেল ইয়ার্ডের ওয়াশপিট এলাকায় অবস্থানরত উল্লেখিত ট্রেনের কম্বাইন্ড সকেট খুলে নিয়ে যাচ্ছিলেন। এসময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার কর্মরত সদস্যের হাতে গ্রেফতার হন। পরে গোয়েন্দা শাখার হাবিলদার পান্নু মিয়া বাদি হয়ে রেলওয়ে আইনের ১৩ নং ধারায় মামলা করেন। কাল বৃহষ্পতিবার তাকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানা গেছে।