॥ লুৎফুর রহমান চৌধুরী রাকিব ॥
একটা ভাঙ্গা থাল যতই
জোড়া দেওয়া হয় না কেন,
তা কখনো আগের মতো
রূপ ধারণ করানো যাবে না,
জোড়ার দাগ ঠিকই দেখা যাবে
ঐ দাগ কখনো মিটবে না।
ঠিক তেমনি সমাজে কিছু
মানুষ আছে তাদের চরিত্র
শত চেষ্টা করেও পাল্টানো
যাবে না--
ওদের রক্তের সাথে বিষাক্ত
সাপের
বিষ জমে আছে।
শাক দিয়ে যেমন করে মাছ
ঢাকা যায় না ---
তেমনি নিজেকে নিজে
মহান ভাবাটা লাভ হবে না
কারণ সত্য একদিন বেরিয়ে আসবে
মিথ্যার জাল ছিঁড়ে ।
কিছু মানুষ এমন ভাব দেখায়
যেন মহাভারত হয়ে গেছে
তারা নিজেকে হাই লাইট করতে
সমাজের কিছু কীট পতঙ্গ কে
ব্যবহার করে উপরে উঠার জন্য
ব্যস্ত থাকে সারাদিন।
তাদের চোখে মানুষ আজ তুচ্ছ
কিন্তু মানুষের চোখে ওরা
কতটুকু জঘন্য, তা কি কখনো
হিসাব করে দেখছে--
বাহিরে যতই ফিটফাট হোক না কেন
তারা কিন্তু সমাজের ঠিকই ভাঙ্গা থাল।