Home » » বিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে দরিদ্র প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে দরিদ্র প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 12 May, 2020 | 11:29:00 PM

আফজাল হোসেন, ফুলবাড়ী প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ গ্রামে “বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়” এর আয়োজনে, ১২/০৫/২০২০ খ্রিঃ সকাল ১১.৩০ ঘটিকায় বেসিক সংস্থার সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গনে শতাধিক দরিদ্র প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ সামগ্রী এবং করোনা ভাইরাস প্রতিরোধ ও সংক্রমণ এড়ানোর জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। 
ঈদ সামগ্রী এবং করোনা ভাইরাস সংক্রমণ এড়ানোর বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব আখতারুজ্জামান, বিদ্যালয়ের জমি দাতা মোঃ খলিলুর রহমান, বেসিক সংস্থার নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক কর্মচারী বৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।