Home » » চিকিৎসকদের মাঝে বিএনপির পিপিই বিতরণ

চিকিৎসকদের মাঝে বিএনপির পিপিই বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 10 May, 2020 | 10:59:00 PM

আফজাল হোসেন, ফুলবাড়ী প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : করোনা ভাইরাস মোকাবেলায় দিনাজপুরের বিরামপুর এবং নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (পিপিই) বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। 
 রোববার বেলা ১১টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে বিরামপুর এবং নবাবগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের হাতে এসব উপকরন তুলে দেন। বিরামপুরে এসব উপকরন গ্রহন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী। নবাবগঞ্জে এসব উপকরন গ্রহন করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. সাদিয়া কাশেম সাফা। এসময় বিরামপুরে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মিঞা মো. শফিকুল আলম মামুন, সাধারন সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী, পৌর বিএনপির সাধারন সম্পাদক রেজাউল করিম উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা মো. শিরন আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রায়হান কবির জনি। 
নবাবগঞ্জে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সুজন, সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম ও উপজেলা যুবদলের আহবায়ক মসীউদৌলা।