Home » » ঘোড়াঘাটে করোনায় আক্রান্তদের বাড়িতে পুষ্টি কর খাবার পাঠালেন ইউএনও

ঘোড়াঘাটে করোনায় আক্রান্তদের বাড়িতে পুষ্টি কর খাবার পাঠালেন ইউএনও

চিলাহাটি ওয়েব ডটকম : 08 May, 2020 | 11:42:00 PM

মনোরঞ্জন মোহন্ত,ঘোড়াঘাট প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের ঘোড়াঘাটে নতুন দুই জন কোভিড -১৯, (করেনা ভাইরাস) আক্রান্তদের বাড়িতে পুষ্টি কর খাবার পাঠানো হয়েছে। 

আজ শুক্রবার সকালে করোনায় আক্রান্ত উপজেলার পালশা ইউনিয়নের ধাওয়া মাঝিয়ান গ্রামের সিহাব হোসেন (১৬) ও হেলাল উদ্দিন (১৭) তাদের বাড়ি সহ পাশের ১৪ টি লকডাউন বাড়িতে আটা, আপেল,কমলালেবু,লেবু, পেঁপে, কলা, ডিম,সুজি,পাউরুটি, গুড়াদুধ, পুষ্টি কর খাবার পাঠালেন, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম। 
এ সময় পালশা ইউনিয়ের চেয়ারম্যান কবিরুল ইসলাম প্রধান সহ আরও অনেকে উপস্হিত ছিলেন।