Home » » ঠাকুরগাঁওয়ে ঈদ বাজার করতে যাওয়ায় ক্রেতার অর্থদন্ড

ঠাকুরগাঁওয়ে ঈদ বাজার করতে যাওয়ায় ক্রেতার অর্থদন্ড

চিলাহাটি ওয়েব ডটকম : 20 May, 2020 | 9:46:00 PM

মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : সামাজিক দুরত্ব না মেনে ঈদ বাজার করতে দোকানের সামনে ভিড় করায় ঠাকুরগাঁওয়ে ক্রেতাদের অর্থদন্ড দিয়েছে ভাম্যমান আদালত।
বুধবার দুপুরে শহরের চৌরাস্তা সংলগ্ন জুতার মার্কেটের সামনে ভিড় করা ক্রেতাদের প্রত্যেককে একশ টাকা করে অর্থদন্ড দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারি কমিশনার) আব্দুল্লাহ আল নোমান। এ সময় ওই দোকানিকেও ৫শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, কোভিড ১৯ (করোনা) পরিস্থিতিতে দীর্ঘ দিন জেলার দোকান পাট বন্ধ থাকার পর ঈদ উপলক্ষে স্বাস্থ্য বিধি মেনে দোকান খোলার সিন্ধান্ত গৃহিত হয়।
কিন্তু স্বাস্থ্য বিধি না মেনে দোকান গুলোতে উপচে পড়া ভীড়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয় করে গত ১৮মে থেকে আবারো সকল প্রকার তৈরী পোষাকের দোকান, কসমেটিক ও জুতার দোকান বন্ধ করে দেওয়া হয়।