Home » » পাবর্তীপুরে মেজো ভাই খুন ছোট ভাইয়ের হাতে

পাবর্তীপুরে মেজো ভাই খুন ছোট ভাইয়ের হাতে

চিলাহাটি ওয়েব ডটকম : 09 May, 2020 | 10:46:00 PM

বিশেষ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : ছাগলের ছানি খাওয়াকে কেন্দ্র করে পাবর্তীপুরে আপন মেজো ভাই খুন হয়েছে ছোট ভাইয়ের হাতে। 
 জানা গেছে,গত ৩০ এপ্রিল দুপুরে দিনাজপুর জেলার পাবর্তীপুর উপজেলার হামিদপুর ইউপির পূব শুকদেবপুর শিপপাড়ার মৃত ইসমাঈল সরকারের ২য় পুত্র মাহা আলমের ছাগল ছোটভাই শাহ আলমের ছানী খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সুত্রপাত ঘটে। ঘটনাস্থলে দাড়িয়ে থাকা বড় ভাই মেহেদুল হকের নিদের্শে ছোট ভাই শাহ আলম ইট দিয়ে মেজোভাইকে মারতে থাকে। একপর্যায়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। 
তার আত্মচিৎকারে পাশ্ববতী লোকজন ছুটে এসে মাহ আলমকে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক রোগির অবস্থা বেগতিক দেখে রংপুরে নিয়ে যাওয়ার জন্য ছাড়পত্র দেন। ওইদিনে রংপুরের প্রাইম হাসপাতালে মাহআলমকে ভর্তি করানো হয়।
চিকিৎসাধীন অবস্থায় গতকাল ৮ মে দুপুর ১২ টার দিকে সে মারা যায়। ইতিপূর্বে গত ৬/৫/২০২০ ইং তারিখে পাবর্তীপুর মডেল থানায় একটি সাধারন ডায়রি করা হয় বলে জানা যায়।