Home » » মানবতার হাতের আরেক নাম ওয়াহিদা খানম

মানবতার হাতের আরেক নাম ওয়াহিদা খানম

চিলাহাটি ওয়েব ডটকম : 04 May, 2020 | 11:10:00 PM

মনোরঞ্জন মোহন্ত,ঘোড়াঘাট প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : " মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি দিতে পারে না" সারা বিশ্বের ন্যায় বাংলাদেশে ছড়িয়ে পড়েছে কোভিড- ১৯, (করোনা ভাইরাস) অভাব -অনাটনে কর্মহীন মানুষদের সংসার চালানো বড় কষ্ট হয়ে দাঁড়িয়েছে। 
সোমবার দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাটের রানীগঞ্জ বাজারে এক অসহায় বৃদ্ধ পেটের ক্ষুধায় বাড়ি থেকে কলার মোচা, ঢেঁকিশাক,লেবু, কচু রাস্তায় বিক্রি করতেছিল। উপজেলা প্রশাসনের আগমনের গাড়ি দেখে সাধারণ লোকজন ছুটা-ছুটি করে বাড়ি চলে যায়,মুহূর্তেই বাজারের দোকান বন্ধ হয়ে যায়।
ঢেঁকি শাক,লেবু,কলার মোচা, কচুর দোকান বন্ধ করেননি অসহায় বৃদ্ধ। উপজেলা প্রশাসনের গাড়ি এসে থামে মন্দিরের পাশে, মোবাইল কোর্ট চলছে।হঠাৎ নজরে পড়ল, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের এক বৃদ্ধ রাস্তার ধারে ঢেঁকি শাক,লেবু, কলার মোচা, কচু বিক্রি করছে। দেখে খুব কষ্ট পেলেন, ছুটে গেলেন বৃদ্ধ লোকের কাছে চাচা বলে সম্ভাষন করে ঐ চাচার দোকানের সব জিনিস পত্র নগদ অর্থ দিয়ে ক্রয় করে নিলেন, মানব প্রেম, মমতাময়ী ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম। 
বৃদ্ধ চাচা কে বাড়ি পাঠিয়ে দিলেন। ঠিকানা নিয়ে পৌঁছে দিলেন খাবার। অনুরুপ ভাবে সেলুন দোকান (নর সুন্দর) কে দোকান বন্ধ করে দিয়ে তার বাড়িতে খাবার পৌঁছে দিয়েছেন।