Home » » ডিমলায় ভিক্ষুকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

ডিমলায় ভিক্ষুকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

চিলাহাটি ওয়েব ডটকম : 23 May, 2020 | 10:42:00 PM

মাজহারুল ইসলাম লিটন,ডিমলা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : আসন্ন ঈদ উপলক্ষে নীলফামারীর ডিমলায় ভিক্ষুকদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরন।
শনিবার উপজেলার ফেইসবুক গ্রুপ ”হামার ডিমলা” এর আয়োজনে গ্রুপের অন্যতম সদস্য সাইয়েন কাদির এর অর্থায়নে উপজেলার ১০টি ইউনিয়নের মোট ৬শ জন ভিক্ষুক ও ৩২ জন আনসার ভিডিপি সদস্যের মাঝে সেমাই, মুড়ি, চিনি, দুধ, কিচমিচ, বাদাম ও নগদ ৫০ টাকা করে বিতরন করা হয়েছে।
এসময় ফেইসবুক গ্রুপ ”হামার ডিমলা” এর অন্যতম সদস্য সাইয়েন কাদির কানন, আবু সায়েম সরকার, চয়ন সরকার, সরোয়ার জাহান সোহাগ, তাসিকুল ইসলাম, কান্তিলাল রায় ও মিঠুন কুমার দে,নাজমুস সাকিব উপস্থিত ছিলেন।