মনোরঞ্জন মোহন্ত,ঘোড়াঘাট প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : ঘোড়াঘাটে কৃষকের কাছ থেকে ইরি-বোরো ধান সরকারি ভাবে উপজেলার ৪টি খাদ্য গুদামে সংগ্রহ শুরু হয়েছে ।
বুধবার উপজেলার হরিপাড়া খাদ্য গুদামে কৃষকের কাছ থেকে সরাসরি ক্রয়ের শুভ উদ্বোধন করেন,ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম।
এ সময় ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা এখলাছ হোসেন,উপজেলা খাদ্য কর্মকর্তা আতোয়ার রহমান,হরিপাড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা কৃষক লীগের সভাপতি শহিদুল ইসলাম উপস্হিত ছিলেন।