মনোরঞ্জন মোহন্ত,ঘোড়াঘাট প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের ঘোড়াঘাটে আরও দুইজন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় চার জন করোনায় আক্রান্ত হলো। নতুন দু "জনেই ঢাকা থেকে আগত।
আক্রান্ত কৃত "রা হলেন, উপজেলার পালশা ইউনিয়নের মাঝিয়ান গ্রামের নুরনব্বীর পুত্র সিহাব মিয়া(১৬) অপর জন হযরত আলীর পুত্র হেলাল (১৭), দিনাজপুর জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস নিশ্চিত করেছেন।ঘোড়াঘাট উপজেলা স্বাস্হ্য ও প.প. কর্মকর্তা ডাঃ নুর নেওয়াজ আহম্মেদ বলেন, মেডিকেল টিম ওই দুই জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেলে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হলে তাদের দু"জনের কোভিড-১৯ (করোনা ভাইরাস) পজেটিভ পাওয়া যায়।
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম আক্রান্ত ওই দু" জনের বাড়ি সহ কয়েক টি বাড়ি লকডাউন ঘোষণা করেন। ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম বলেন,করোনা কে ভয় না করে সচেতনতার সাথে জয় করতে হবে।গুজব না ছড়ানোর জন্য এলাকাবাসীর প্রতি আহবান জানান।
কেউ করোনায় আক্রান্ত ব্যক্তিদের সম্পর্কে গুজব বা ভয় ভীতি প্রদর্শন করলেই, তাদের বিরুদ্ধে আইন গত ব্যবস্হা নেওয়া হবে জানান ওসি আমিরুল ইসলাম।