Home » » ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর উদ্যোগে ত্রাণ বিতরণ

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর উদ্যোগে ত্রাণ বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 17 May, 2020 | 9:04:00 PM

আজম রেহমান,ঠাকুরগাঁও ব্যুরো,চিলাহাটি ওয়েব : ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর উদ্যোগে অসহায় মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ।
সেনা সদস্যদের নিজেদের খাদ্যদ্রব্য ও উৎসব ভাতার অর্থ দিয়ে এ ত্রাণ সহায়তা প্রদান করা হয় বলে জানান লে.কর্নেল বখতিয়ার উদ্দীন। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে.কর্নেল জে এ এম বখতিয়ার উদ্দীন,পিএসসি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেজর ফাহাদ,ক্যাপ্টেন ইরফান,ক্যাপ্টেন শিহাব,ইউপি চেয়ারম্যান আলা উদ্দীন মাষ্টার প্রমুখ।
এ ব্যাপারে লে.কর্নেল বখতিয়ার উদ্দীন বলেন,সেনা সদস্যদের নিজেদের খাদ্য সামগ্রী থেকে কিছু বের করে নিয়ে এবং কিছু চ্যারিটি ফাংশনের বরাদ্দের অর্থ থেকে মানবিক সহায়তায় অসহায় মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ গোষ্টির সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করছি।