Home » » ঘোড়াঘাটে ফেন্সিডিলসহ চালক গ্রেফতার

ঘোড়াঘাটে ফেন্সিডিলসহ চালক গ্রেফতার

চিলাহাটি ওয়েব ডটকম : 04 May, 2020 | 10:14:00 PM

মনোরঞ্জন মোহন্ত,ঘোড়াঘাট প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের ঘোড়াঘাটে ১২০ বোতল ফেন্সিডিল সহ ট্রাক চালক শাহিন ফকির (৫১) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান, আজ সোমবার গভীর রাতে ঘোড়াঘাট -হিলি আঞ্চলিক সড়কের ডুগডুগী হাট নামক স্হানে এস আই মোজাফফর হোসেন সঙ্গীয় ফোর্স সহ সন্দেহ ভাজন ট্রাক (বগুড়া -ড-১১-১৮৩৬) থামিয়ে তল্লাসী চালায়, এ সময় ট্রাকে লুকায়িত অবস্হায় ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ ট্রাক চালক কে আটক করে।
গ্রেফতার কৃত ট্রাক চালক বগুড়ার সদর উপজেলার চাদমোহা গ্রামের মৃত আশরাফ আলী ফকিরের পুত্র।