Home » » রাণীনগরে মা-ছেলের রহস্যজনক মৃত্যু

রাণীনগরে মা-ছেলের রহস্যজনক মৃত্যু

চিলাহাটি ওয়েব ডটকম : 09 May, 2020 | 6:19:00 PM

সাহাজুল ইসলাম,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : নওগাঁর রাণীনগরে আশেদা বিবি (৫৫) ও আসলাম আলী (৩৫) নামে মা-ছেলের রহস্যজনক মৃত্যু হয়েছে । কেউ বলছে পরিকল্পিত হত্যাকান্ড আবার কেউ বলছেন আত্মহত্যা হতে পারে।
আজ শনিবার সকালে তাদের পৃথক পৃথক শয়ন ঘরে লাশ পাওয়া যায় । এঘটনায় লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছিল। জানা গেছে, উপজেলার গোনা ইউনিয়নের পিরেরা গ্রামের আব্দুস ছালামের স্ত্রী আশেদা বিবি,ছেলে ডুবাই প্রবাসি আসলাম আলী ও ছোট ছেলে আল আমিন নিয়ে বসবাস করতেন।
শুক্রবার রাতে সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পরে। সকালে ছোট ছেলে আল আমিন ঘুম থেকে ওঠে মা’কে ডাকতে গিয়ে দেখতে পান মেঝেতে মৃত্যু অবস্থায় পরে আছে। এর পর ভাই আসলামকে ডাকতে গিয়ে দেখতে পান সেও মৃত্যু অবস্থায় মেঝেতে পরে আছে । তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা বলতে পারেননি তিনি। অনেকেই বলছেন,মা আশেদার লাশ ঘরের মেঝেতে পরেছিল,আর ছেলে আসলামের গলায় দড়ি লাগানো এবং নগ্ন অবস্থায় পরেছিল।
এঘটনায় বেলা সোয়া দু’টা নাগাদ রাণীনগর থানার ওসি মো: জহুরুল হকের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন,সিনিয়র অফিসার ঘটনাস্থল পরিদর্শন করার পর লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হবে। তবে ঘটনাটি সার্বিকভাবে ক্ষতিয়ে দেখা হচ্ছে। এঘটনায় এখনো কোন মামলা দায়ের হয়নি।