Home » , » চিলাহাটিতে পরিবার কল্যাণ সহকারীদের মাঝে পিপিই বিতরণ

চিলাহাটিতে পরিবার কল্যাণ সহকারীদের মাঝে পিপিই বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 07 May, 2020 | 9:29:00 PM

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : করোনা ভাইরাস সংক্রমণ রোধে চিকিৎসক ও সেবাকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে নীলফামারী জেলার চিলাহাটিতে পরিবার কল্যাণ সহকারীদের মাঝে পিপিই বিতরণ করা হয়েছে।
পরিবার পরিকল্পনা কার্যালয় অধীদপ্তর হতে সরবরাহকৃত পিপিই গতকাল বুধবার চিলাহাটি’র ভোগডাবুড়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের (F.W.A) সহকারীদের হাতে পিপিই তুলে দেন ভোগডাবুড়ী পরিবার পরিকল্পনা পরিদশক এ.কে.এম শাহদাত হোসেন।