Home » » ঘোড়াঘাটে এল.এস.পি গনের মাঝে চেক বিতরণ

ঘোড়াঘাটে এল.এস.পি গনের মাঝে চেক বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 04 May, 2020 | 9:14:00 PM

মনোরঞ্জন মোহন্ত,ঘোড়াঘাট প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপরের ঘোড়াঘাটে এল.এস.পি গনের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
আজ সোমবার ঘোড়াঘাট উপজেলা প্রানি সম্পদ দপ্তর (অফিস) কর্তৃক লাইভ স্টক ডেইরি উন্নয়ন প্রকল্পের ফেব্রুয়ারি -এপ্রিল মাসিক ইনসেন্টিভ এর চেক বিতরণ করেন, উপজেলা প্রানি সম্পাদ ভেটেরেনারি সার্জন ডাঃ রুমানা আখতার রোমি। এ সময় উপস্হিত ছিলেন, উপ-সহকারী সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিন মিয়া,সাখাওয়াত হোসেন প্রমূখ।