Home » » গাইবান্ধায় আরো১৬ জনসহ মোট ৬৬৪ জন হোম কোয়ারেন্টাইনে

গাইবান্ধায় আরো১৬ জনসহ মোট ৬৬৪ জন হোম কোয়ারেন্টাইনে

চিলাহাটি ওয়েব ডটকম : 09 May, 2020 | 6:13:00 PM

ছাদেকুর ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় শনিবার করোনা ভাইরাসে নতুন করে কেউ আক্রান্ত হয়নি। তবে করোনা ভাইরাস সংক্রান্ত নানা উপসর্গে সন্দেহজনকভাবে নতুন করে ১৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৪ জন। এদিকে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা এখনও ২৪ জন রয়েছে। এরমধ্যে একজন মারা গেছে। বাকিরা একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১১ জন গাইবান্ধা সদর হাসপাতালের আইসোলেসনসহ বিভিন্ন আইসোলেসনে রয়েছে।
এছাড়া করোনায় আক্রান্ত ১১ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে এবং ১৪ দিন হোম কোয়ারেন্টাইন শেষে ১৬ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
জেলা সিভিল সার্জন সূত্রে জানা যায়, জেলায় গত ২৪ ঘন্টায় ৬৬৪ জন চিকিৎসাধীন রোগী হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এরমধ্যে সুন্দরগঞ্জে ২২, গোব্দিন্দগঞ্জে ৮২, সদরে ৮৪, ফুলছড়িতে ১৫৮, সাঘাটায় ২১১, পলাশবাড়িতে ১২, সাদুল্যাপুর উপজেলায় ৯৫ জন। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১ জন রয়েছে ।