আমীর খসরু লাভলু,পঞ্চগড় ব্যুরো,চিলাহাটি ওয়েব : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আলহাজ্ব দেলোয়ার হোসেনের উদ্যোগে তার মিল চাটালে আজ শনিবার ওই ইউনিয়নের ৫ শত জন গরীব দুস্থ্য,অসহায় মানুষের মাঝে ৫ শত প্যাকেট খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
আটোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আটোয়ারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় বলরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাঈদুর রহমান,জেলা পরিষদ সদস্য মাজেদুল ইসলাম বকুল ও আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।