আকাশ রহমান,বদরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : রংপুর-২ আসনের সংসদ সদস্য একে এম আহসানুল হক চৌধুরী ডিউকের ব্যক্তিগত উদ্যোগে এক হাজার দুস্থ অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়।
গতকল শুক্রবার বিকেলে উপজেলার মধুপুর ইউনিয়নে সাংসদের পক্ষে ইফতার সামগ্রী বিতরন করেন বদরগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা মোস্তাফিজার রহমান আপন।
এ সময় তাকে সার্বিক সহযোগীতা করেন ছাত্রলীগ নেতা আব্দুল হাকিম, মোঃ দুলু সরকার, মোঃ তানভীর আহমেদ, মোঃ নুরুজ্জামান প্রান্ত, কামরুজ্জামান শান্ত ও রনক চৌধুরী প্রমুখ। ছাত্রলীগ নেতা আপন জানান, চলমান করোনা পরিস্থিতির কারণে সাংসদের উদ্যোগে আমরা ক’জন মিলে এই অঞ্চলের দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে সামাজিত দুরত্ব বজায় রেখে তাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।