Home » » ঘোড়াঘাটে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে খাদ্য সামগ্রী সহায়তা করলেন -এম পি শিবলী সাদিক

ঘোড়াঘাটে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে খাদ্য সামগ্রী সহায়তা করলেন -এম পি শিবলী সাদিক

চিলাহাটি ওয়েব ডটকম : 07 May, 2020 | 8:32:00 PM

মনোরঞ্জন মোহন্ত,ঘোড়াঘাট প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের ঘোড়াঘাটে ৬৫০ জন ইমাম ও মুয়াজ্জিন দের মাঝে খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা ক্যাম্পাস মাঠে ইমাম ও মুয়াজ্জিন দের মাঝে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন দিনাজপুর-৬, সংসদ সদস্য শিবলী সাদিক।
এ সময় ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাফে খন্দকার সাহানশা, উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম, ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতা কর্মীরা উপস্হিত ছিলেন।