Home » » গাইবান্ধায় করোনা আক্রান্ত নতুন ১১ জন

গাইবান্ধায় করোনা আক্রান্ত নতুন ১১ জন

চিলাহাটি ওয়েব ডটকম : 30 May, 2020 | 10:49:00 PM

ছাদেকুর ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : গাইবান্ধা জেলায় ১১জন নতুন করে করোনা আক্রান্ত রোগী যুক্ত হয়ে গাইবান্ধায় করোনায় মোট আক্রান্ত সংখ্যা দাঁড়াল -৫৫ জনে।
৩০ মে শনিবার এই তথ্য নিশ্চিত করেন গাইবান্ধা সিভিল সার্জেন। গাইবান্ধা সিভিল সার্জেন কার্যালয় সুত্রে প্রাপ্ত তথ্য মতে নতুন আক্রান্ত ১১ জনের মধ্যে ২জন গাইবান্ধা সদর উপজেলার বাসিন্দা, ১জন পলাশবাড়ী উপজেলার বাসিন্দা এবং ৮ জন গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা।
এ নিয়ে গাইবান্ধা সদরে মোট আক্রান্ত সংখ্যা দাঁড়াল-১০জন,ফুলছড়িতে-০১জন,সাঘাটা-০৩ জন,পলাশবাড়ী -০৫জন,গোবিন্দগঞ্জ-২৮জন,সুন্দরগঞ্জ -০৩ জন এবং সাদুল্যাপুর-০৭জন। মোট আক্রান্ত ৫৫ জনের মধ্যে ০৩জন মারা গেছে, ২২জন সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছে এবং বাকী ৩০ জন চিকিৎসাধীন রয়েছে।