Home » » ঘোড়াঘাটে আদিবাসী যুবকের লাশ উদ্ধার

ঘোড়াঘাটে আদিবাসী যুবকের লাশ উদ্ধার

চিলাহাটি ওয়েব ডটকম : 27 May, 2020 | 7:20:00 PM

মনোরঞ্জন মোহন্ত,ঘোড়াঘাট প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের ঘোড়াঘাটে ভুট্টার জমি থেকে শিমুয়েস সরেন (২২) নামে এক আদিবাসী যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার উপজেলার সিংড়া ইউনিয়ের খাইরুল গ্রামে ভুট্টার জমিতে স্হানীয় লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশ কে সংবাদ দেয়। থানা পুলিশ ভুট্টার জমি থেকে অর্ধ গলিত শিমুয়েস সরেন (২২) লাশ উদ্ধার উদ্ধার করেছে
 ঘোড়াঘাট উপজেলার আবিরের পাড়া গ্রামের চুন্ডা সরেনের পুত্র। থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম বলেন, শিমুয়েস সরেনের লাশ দিনাজপুর এম রহিম মেডিকেল হাসপাতাল ও কলেজের মর্মে প্রেরণ করা হয়েছে।