মনোরঞ্জন মোহন্ত,ঘোড়াঘাট প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের ঘোড়াঘাট ১নং বুলাকীপুর ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার বুলাকীপুর ইউনিয়ন পরিষদের হলরুমে চেয়ারম্যান মাহফুজার রহমান লাবু "র সভাপতিত্বে রাজস্ব ও উন্নয়ন তহবিলের জন্য ১কোটি ৫১ লক্ষ ৬০ হাজার ৭শত ৪৬ টাকা , বাজেট ঘোষণা করেন বুলাকীপুর ইউনিয়ন পরিষদের সচিব আহসানুল হক। ৩২ হাজার ৩ শত টাকা দেখানো হয়েছে রাজস্ব উদ্বৃত্ত হিসেবে। এ বাজেট কে জনবান্ধব ও কল্যাণকর বাজেট হিসেবে ব্যক্ত করেন উপস্হিত গনরা।