Home » » দেশ যেমন আপনাদের পক্ষে দাঁড়িয়েছে, আপনাদেরও দেশের পক্ষে দাঁড়াতে হবে- ঠাকুরগাঁও বিজিবি

দেশ যেমন আপনাদের পক্ষে দাঁড়িয়েছে, আপনাদেরও দেশের পক্ষে দাঁড়াতে হবে- ঠাকুরগাঁও বিজিবি

চিলাহাটি ওয়েব ডটকম : 01 May, 2020 | 12:03:00 PM

আজম রেহমান,ঠাকুরগাঁও ব্যুরো,চিলাহাটি ওয়েব : “দুঃস্থ সাধারণ সীমান্তবাসীর পক্ষে দাঁড়ানোই কেবল নয়, এটা সীমান্তের চোরাচালান প্রতিরোধে বিজিপি’র করোনীয়র একটা অংশ। সীমান্তবাসী নিশ্চয়ই এটা উপলব্ধী করবেন করোনা ভাইরাস মোকাবেলায় যেমন পুরো দেশ তাদের পক্ষে দাঁড়াচ্ছে, তেমনি তাদেরও এটা কর্তব্য দেশবিরোধী চোরাচালান করে তারা দেশের ক্ষতি করবেন না।”
বিজিবি ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল মুরাদ জামান বৃহষ্পতিবার আইডিয়াল স্কুল মাঠে ৫০ বিজিবি’র উদ্যোগে ঠাকুরগাঁও সদর উপজেলার ২০০ টি গরীব ও দুস্থ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণকালে এ কথা বলেন। তিনি জানান,৫০ বিজিবি’র এলাকাধীন ১ হাজার দরিদ্রসহ ঠাকুরগাঁও সেক্টরের অধীন সীমান্তগুলোতে বিজিবি মোট ৩ হাজার দরিদ্র মানুষকে এই ত্রাণ বিতরণ করছে।
ক্রম বর্ধমান করোনার প্রাদুর্ভাবে কর্মহীন সীমান্তবাসীদের পাশে দাঁড়ানোর এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শহীদুল ইসলাম জানান। ৫০ বিজিবি গত সোমবার থেকে দ্বায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই ত্রাণ বিতরণ করছেন বলে এ সময় ৫০ বিজিবি’র পরিচালক রাজ মাহমুদ জানান।