Home » » পঞ্চগড়ে সেনাবাহিনীর উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান

পঞ্চগড়ে সেনাবাহিনীর উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান

চিলাহাটি ওয়েব ডটকম : 29 May, 2020 | 4:30:00 PM

আমীর খসরু লাভলু,পঞ্চগড় ব্যুরো,চিলাহাটি ওয়েব : পঞ্চগড় জেলার বোদা উপজেলার বালাভিড় গোয়ালপাড়া ও সাওতাল পল্লী এবং অনুভব প্রতিবন্ধি স্কুলের শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ২৯ বীর ব্যাটালিয়ন।
আজ শুক্রবার (২৯ মে) ২৯ বীরের লেফটেন্যান্ট এস এম সাইফুর রহমানের নেতৃত্বে সেনা সদস্যরা করোনা পরিস্থিতিতে অসহায় দরিদ্র দুঃস্থ্য মানুষের এসব ত্রাণ সহায়তা প্রদান করেন। এসব এলাকায় দুই শতাধিক পরিবার ও প্রতিবন্ধি স্কুলের শিক্ষার্থীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আটা, আলু, লবন, চিনি, সুজি, বিস্কুট, গুড়ো দুধ সমন্বিত খাদ্য।