Home » » ঘোড়াঘাটে ডাঃ ব্যতিক্রম ভাবে রোগী দেখছেন

ঘোড়াঘাটে ডাঃ ব্যতিক্রম ভাবে রোগী দেখছেন

চিলাহাটি ওয়েব ডটকম : 28 May, 2020 | 10:05:00 PM

মনোরঞ্জন মোহন্ত,ঘোড়াঘাট প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের ঘোড়াঘাট রানীগঞ্জ বাজারে সেলিনা হোমিও দোকানে ডাঃ আবু বক্কর ছিদ্দিক ব্যতিক্রম ভাবে রোগী দেখছেন।
প্রাণঘাতী কোভিড-১৯ (করোনাভাইরাস) প্রতিরোধে তার টেবিলের সামনে বাঁশের বাতির বেড়া দিয়ে শারিরীক দুরত্ব বজায় রেখে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত রোগী দেখছেন। 
ডাঃ আবু বক্কর ছিদ্দিক বলেন, রোগীর সাথে স্পর্শ করা থেকে বিরত থাকার জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছু রোগী কথা বলার সময় ধুতু ছিটে আসে,ফলে রোগ-জীবানু দ্রুত ছড়াতে পারে, সেই কারনে রোগীদের বসার চেয়ার সরানো হয়েছে। শারিরীক দুরত্ব বজায় রাখার জন্য বৃত্তকার চিহ্ন ব্যাবহার করা হয়েছে। রোগীরা সামাজিক ও শারিরীক দুরত্ব বজায় রেখে ডাক্তারের সেবা নিচ্ছেন।