Home » » ঘোড়াঘাটে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

ঘোড়াঘাটে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 11 May, 2020 | 9:57:00 PM

মনোরঞ্জন মোহন্ত,ঘোড়াঘাট প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের ঘোড়াঘাটে অসহায়,হতদরিদ্র,কর্মহীন মানুষের মাঝে খাবার ও ইফতার বিতরণ করেন রানীগঞ্জ অরুণোদয় ফাউন্ডেশন।
মৌলিক অধিকার নিশ্চিতের পথে আমরাই বদ্ধ পরিকর এই স্লোগান নিয়ে অরুণোদয় ফাউন্ডেশন উপজেলার হরিপাড়া,কুলানন্দপুর,পালশা,মগলিশপুর,ভর্নাপাড়া, গ্রামে প্রায় ৭০০ জন সহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন।