Home » » ঘোড়াঘাটে ঝড়ে নদীতে পড়ে এক ব্যক্তি নিখোঁজ

ঘোড়াঘাটে ঝড়ে নদীতে পড়ে এক ব্যক্তি নিখোঁজ

চিলাহাটি ওয়েব ডটকম : 06 May, 2020 | 10:24:00 AM

মনোরঞ্জন মোহন্ত,ঘোড়াঘাট প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে পড়ে খগেন শীল (৪৫) নামে এক ব্যক্তি নিখোঁজ। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারের চেষ্টা করছে।
মঙ্গলবার বিকাল প্রায় ৪টায় প্রচন্ড ঝড়ের মধ্যে ঘোড়াঘাট বাজার থেকে খগেন শীল সহ কয়েক জন লোক বানিয়া পাড়া মেয়র আব্দুস সাত্তার মিলনের বাড়ির পাশে ওলির ঘাট বাঁশের সাঁকো পার হওয়ার সময় বিদ্যুৎচমকের সময় খগেন শীল সাঁকো থেকে নদীতে পড়ে যায়।
সঙ্গীরা নদীতে নেমে খোঁজতে থাকে, না পেয়ে ফায়ার সার্ভিসের অফিসে সংবাদ দেওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা (রাত ১১টা) পর্যন্ত নদীতে নেমে তল্লাসী চালিয়েও এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান পায়নি। নিখোঁজ খগেন শীল ঘোড়াঘাট শহীদ মিনারের পাশে সেলুন ব্যাবসায়ী। গাইবান্ধার পলাশবাড়ির মগলিশপুর নাপিত পাড়ায় নিখোঁজ খগেনের বাড়ি।