Home » » ঠাকুরগাঁওয়ে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ

ঠাকুরগাঁওয়ে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 30 May, 2020 | 4:30:00 PM

মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে দোয়া মাহফিল ও গরীব অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শনিবার দুপুরে শহরের চৌরাস্তা সংলগ্ন দলীয় কার্যালয়ে এ কর্মসূচী পালিত হয়। জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান এর সভাপতিত্বে, দোয়া পূর্ববর্তী আলোচনা অনুষ্ঠিত হয়। এতে শহীদ জিয়ার দীর্ঘ কর্মজীবন নিয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নূর করিম, সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, দফতর সম্পাদক মামুন অর রশিদ মামুন।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহসভাপতি আলমামুন আলম, যুগ্মসাধারণ সম্পাদক মাহমুদ হাসান মামুন, সাংগঠনিক সম্পাদক জাফুরুল্লাহ চৌধুরী, দেলোয়ার হোসেন, সদর থানা সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পৌর সাধারণ সম্পাদক তারিক আদনান, ছাত্রদল সভাপতি মো. কায়েস প্রমুখ। আলোচনা সভা শেষে দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করেন নেতৃবৃন্দ।