Home » » দেবীগঞ্জে তাঁত কারখানার উদ্যোগে শ্রমিক ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ

দেবীগঞ্জে তাঁত কারখানার উদ্যোগে শ্রমিক ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 19 May, 2020 | 4:23:00 PM

আমীর খসরু লাভলু,পঞ্চগড় ব্যুরো,চিলাহাটি ওয়েব : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের বন্দরপাড়ার হ্যান্ড টাচ তাঁত কারখানার উদ্যোগে তাঁত শ্রমিক ও প্রতিবন্ধী ২ শত মানুষের মাঝে খাদ্য, ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার কারখানা চত্বরে এসম সামগ্রী বিতরণ করা হয়। রেলপথ মন্ত্রীর এপিএস আওয়ামীলীগ নেতা রাসেদ প্রধান এসব সামগ্রী বিতরণ করেন। এসময় তাঁত কারখানার ম্যানেজার মুনির হোসেন,আওয়ামীলীগ নেতা ময়নুল ইসলাম শাহী,ভুপেন্দ্র নার্থ বর্মন ও মোমিনুল ইসলাম বুলেট উপস্থিত ছিলেন। বিতরণ কৃত সামগ্রীর মধ্যে রয়েছে সিদ্ধ ও আতব চাল,তেল,ডাল,সাবান,সেমাই চিনি,সবজি হিসেবে মিষ্টি কুমড়া এবং নগদ ৩ শত করে টাকা।
তাঁত কারখানার মালিক মোহাম্মদ আলী জানান,করোনার কারনে কর্মহীন হয়ে পড়ে তাঁত শ্রমিক ও এলাকার প্রতিবন্ধীদের তার ব্যক্তিগত উদ্যোগে গত ৫ সপ্তাহ ধরে এভাবে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। তিন মাস এই সহায়তা অব্যাহত থাকবে।